অক্ষরবৃত্ত ছন্দেঃ
কুষ্টের ক্ষতের গায়ে আকাশের বাড়ি
যে বাড়ির নাসারন্ধ্রে নখাঘাত হাসে
অজস্র অন্তরা গায় মেঘের ভ্রুকুটি
অগুনিত কচিপাতা দিব্যি বাস করে।
আকাঙ্ক্ষার হাসি দেয় আঁধারের তাঁরা
শকুনের ঠোঁট দিয়ে কর্ণ চুলকায়।
সে বাড়ির পাপ বৃক্ষে ধরে কালো ফুল
সেই ফুলে খরগোশ সন্ধ্যা পূজা করে।
ভস্মের কণিকা ছোটে অসীমের দিকে
অভিজ্ঞান প্রাজ্ঞ হয় সমুন্নত পথে
অচেনা দিগন্ত কাঁদে অপদস্ত হয়ে
ভেজা কাক হয়ে যায় দুরন্ত রাধিকা
জাগ্রত মরণ দেয় প্রমোদী সাঁতার
সায়াহ্ন অবাধ চুলে মরা বাড়ি যায়
সব স্বপ্ন পরে থাকে খালের ফাটায়
চুলকানিও মেটায় পশু লেজের বারিতে।