জানো পূরবী?
গতরাতে আমার স্বপ্নে এসেছিলে তুমি,
আমার বহুদিনের বলতে চাওয়া যে ইচ্ছেটা
এতোবছর ধরে আটকে ছিলো অনুভবে,
যে ইচ্ছেটা মাঝেমাঝেই সূক্ষ্ম কথার ফাঁকে
অভিমানে রূপ নিতো।
যে ইচ্ছেটা কখনোই মেনে নাওনি তুমি,
ঈপ্সিত সেই ইচ্ছেটা
আজকের স্বপ্নে বলার সাথে সাথেই
মেনে নিয়েছিলে তুমি।
যে ইচ্ছেটা পূরণের জন্য
মরতে মরতে পিছিয়ে দিয়েছিলাম, অসংখ্য অনুভব।
কতোবার বলেছি একবার শুধু একবার...
শুধু একটি ছবি তুলবো আমি
অথচ তুমি অন্তরে আঁধার ঘনিয়ে
অযথা খুঁজতে যাওয়া ভবিষ্যৎ মুখ
লুকিয়েছ পর্দার আড়ালে।
তবুও আমি বারবার বাঁধতে চেয়েছি তোমায়
অপার্থিব ভালোবাসার জালে।
ললাটে চুম্বন এঁকে বলেছি
"অন্তত একবার অনুভব করতে চাই
জীবনের অন্তর্নিহিত অর্থ।"
কিন্তু মুচকি হাসিতে বিশ্বাসের মুক্ত শ্বাসে
লেপ্টে দিয়েছ অবিশ্বাসের অদৃশ্য বেড়া।
যার ফলে শীতের পড়ন্ত বিকেলেও
মেঘ ছেয়েছে আকাশ জুড়ে।
অসংখ্যবার কুয়াশা দেখানোর বাহানায়
হারিয়ে দিয়েছ গোধূলি বেলার শেষাংশ।
তারপরও শেষ হতে হতে
বহুবার ফিরে এসেছে অবাঞ্চিত ধ্বনি।
বাধ্য হয়েই তোমাকে দিয়ে টাক আচরানোর আশা
একেবারেই ছেড়ে দিয়েছিলাম।
কিন্তু আজ ভোরের স্বপ্নে
বিস্তীর্ণ সেই আশা পূরণ করেছো তুমি।
আর এ কারণেই বারবার জানালার পর্দা
বারান্দার রেলিংয়ে প্রতিবেশি সেজে
উঁকি দিয়ে হেসে কুটি কুটি হয়ে বলছে
"অবশেষে স্বপ্নের হলো স্বপ্নপূরণ। "