পরান মাঝি নৌকা চালায়
পদ্মা নদীর জলে,
নৌকা বেয়েই পরান মাঝির
জীবনযাপন চলে।

কপিলা তার মনের রানি
বহুবছর ধরে,
এক বেলা না দেখলে তাকে
মাঝির হৃদয় পোড়ে।

এই তো সেদিন দুপুরবেলা
পরান মাঝি কয়,
"চল কপিলা অহন দু'জন
করুম নদী জয়।

দু'জন মিল্লা নৌকা কইরা
চল না গঞ্জে যাই,"
কপিলা কয়," দিমু মাঝি
তোমার মুখে ছাই?

তোমার লগে ব্রেকাপ মাঝি
আইসো না আর কাছে,
শুনছ নাকি পদ্মা মাঝে
অহন সেতু আছে?

অহন আমি  টেম্ফু চইড়া
পদ্মা পাড়ি দিমু,
তোমার নাহাল মাঝির থাইকা
আর কিছু না নিমু।

নতুন কইরা পিরিত করমু
টেম্ফুআলার লগে,
মুখলাগাইয়া পানি খামু
টেম্ফুআলার জগে।"

চোখের জলে ভেসে তখন
পরান মাঝি কয়...
"পদ্মাসেতু কেন রে তুই
করলি হৃদয় ক্ষয়?"