'অ' তে হয় অজগর, 'আ' তে হয় আতা
ইসকুলে যাও যদি কিনে দেবো খাতা,
ছোট ইতে ইবাদত, বড়ো 'ঈ'তে ঈদ
ভোর হলে আমাদের ভেঙে যায় নিদ।
ছোট 'উ' তে উষা হয়, বড়ো 'ঊ' তে ঊরু
পিতা-মাতা জগতের উত্তম গুরু,
'ঋ' তে জানি ঋষি হয়, 'এ' তে একতারা
কচি মনে একতারা দিয়ে যায় নাড়া।
ঐ তে যে ঐক্য এটা সবে জানি
মূর্খের চোখে থাকে বোধহীন ছানি,
'ও' তে হয় ওলকপি, খেতে ভারি মজা
নয় খেতে এতো মজা বাগাটের গজা।
'ঔ' তে যে ঔষধ, বহু গুণ তার
ডাক্তার জানে এর সব ব্যবহার,
কবিতার ছলে খোকা রোজ এটা পড়ে
মাস্টার সেজে ফের ভুল সেই ধরে!
এরপর গোনে খোকা এক-দুই তিন...
এভাবেই খেলা করে খোকা প্রতিদিন,
খোকনের মতো এসো পড়ি সকলেই
পড়ে-পড়ে খেলা করি নাচি ধেই-ধেই।