সেদিন রাতে স্বপ্ন দেখে
দু'নয়নে অশ্রু মেখে
হঠাৎ উঠি জেগে,
দেখি যারা ছিলো পাশে
তারা সবাই অট্টহাসে
ঝড়ের মতো বেগে।

মনে ভীষণ কষ্ট এলো
ভাবনা হলো এলোমেলো
বাইরে গেলাম চলে,
ইচ্ছা ছিলো চাঁদটা দেখা
কিন্তু দেখায় ভাগ্যলেখা
গাছের শাখা দোলে।

দুলছে কেন গাছের শাখা
চেয়ে দেখি দু'টি পাখা
গাছের পাতার ফাঁকে,
কীসের পাখা ভাবছি যখন
পাখা ঝাড়া দিয়ে তখন
হুতুম পেঁচা ডাকে।

প্রশ্ন করি পেঁচার কাছে
"তোর মনে কী কষ্ট আছে
রাতে আছিস জেগে?"
পেঁচা বলে, "ঘুমা গিয়ে
নিজের সকল স্বজন নিয়ে
নইলে যাবো ভেগে।"

শুধাই তারে, "ভাগবি কেন
প্রশ্ন আমার মন্দ যেন
বল না রে ভাই শুনি?
এই নিশীথে আয় না দু'জন
হয়ে অতি আপন স্বজন
প্রেমের মালা বুনি।"

পেঁচা বলে, "মানুষ জাতি
তোরা ভীষণ আত্মঘাতী
হাগিস আপন পাতে!
দিনের বেলা তোদের পাপে
বের হতে ভাই হৃদয় কাঁপে
তাই তো বেরোই রাতে।"