অনুশোচনায় জোৎস্না ভরা রাত মেঘাচ্ছন্ন হয়েছে,
অতিবাহিত হয়েছে গড় জীবনের প্রায় অর্ধ সময়
লজ্জা ঘৃণা হিংসায় কচ্ছপের মত লুকায়িত মুখ,
প্রচন্ড অগ্নি উত্তাপের প্রদাহে জলন্ত মন।

নিদারুণ কষ্টে বিপর্যস্ত একেবারেই দিশেহারা
স্বপ্ন দেখতে আতকে উঠি!
অসহ্য জীবনের এই বিভিষিকা ময় তান্ডব
ধিক্কার জানাই জীবনের এই করুণ পরিণতিকে।

করুণা ভিক্ষার জন্য ঘুরি ভাগ্য বিধাতার দ্বারে দ্বারে
এই কি তবে সৃষ্টির সেরা মানব জনম?
বজ্রাঘাতে জলজলে হৃদয় তাঁরা খসে পড়ছে
হৃদয় আকাশে হয়েছে সূর্যগ্রহণ।

চিৎকার করে বলে দিচ্ছি আমি তোমাদের-
তোমরা শোনো...........
আমি ভাল নেই,
আমি ভাল নেই!
ঘুনে ধরা নষ্ট জীবন নিয়ে
আমি মোটেও ভাল নেই,
আরো ভাল হতে পারতো আমার জীবন....

যেনো জীর্ণ শীতে পাতা বিহীন গাছ,
তবু ও তার স্বপ্ন থাকে
বসন্তে গাছের ত্বক ঠেলে জেগে ওঠে কচি পাতা,
আর আমার স্বপ্ন সেতো বিভিষিকা!
অসহ্য জীবনের এই বিভিষিকা ময় তান্ডব।

আমি হৃদয় চোখে দেখি -
ভাগ্য বিধাতা ধিক্কার দিচ্ছে আমাদের কে -
হে মানব-
এত কিছু পেয়ে ও কেনো তোমরা ভাল নেই?

ক্ষমা করো হে প্রভূ-
সবার মন থেকে দূর করো সব অনুশোচনা।