অকৃত্রিম ভালোবাসা

কই যাস সম্রাট? দাঁড়া...
এতো জোরে চলে যাস!
পিছনে তো বহু ঘাস...
তবু কেন তোর এতো তাড়া?
সম্রাট,দাঁড়া...

সম্রাট নামে তোরে ডাকি
তাতে বুঝি তোর এতো ঝাঁকি?
কেন যাস অবিচারে?
এতো বাড় ভালো নারে!
তাও তোরে রাখি দড়ি ছাড়া!
সম্রাট, দাঁড়া।

গলে আজ দড়ি দেবো তোর?
বুঝে শুনে দেখ বেটা...
খুব সোজা নয় এটা!
দড়ি দিলে বুঝে যাবি
কতো রাত গেলে হয় ভোর!

উঁচু গাছে পাতা খেয়ে, লাভ আছে কিছু?
চেয়ে দেখ কতো ঘাস রেখে এলি পিছু...
পিছু ডাকি তবু কেন দিস না'রে সাড়া?
সম্রাট, দাঁড়া।

কী বলিস? ঐ... ঘাস ভালো নয় বেশি!
শুধু-শুধু তোর সাথে করি রেষারেষি?
সম্রাট নাম দিয়ে
নাচি তোরে ঘাড়ে নিয়ে,
ভালোবাসি তাই তোর এই গতিধারা?
আজ তুই দাঁড়া!

ভেবে দেখ তুই পাছে...
এসে গেলো বড়ো পূজা
তার পর হবে রোজা
এরপর কোরবানি নয় বেশি দিন
সেইদিন বেটা তোর দেখাবো রে সিন!
একবেলা গুঁতা দিস, একবেলা পাড়া
আজ তুই দাঁড়া!

এতোটাই ভালোবাসি সম্রাট তোকে...
কোরবানি এলে তাই, কাঁদি আমি শোকে!
বাবা বলে,"বেঁচে দেবো আমিষের দরে"
বাঁধা দিলে দাঁত না-কি খুলে দেবে চড়ে!
ভালোবাসি এতো তোরে তবু দিস জ্বালা?
আজ তোর গলে দেবো ইয়া বড়ো তালা!
আমি তোর কাছে গেলে গলা দিস ঝাড়া
আজ তুই দাঁড়া!

মনে আছে গতবার কোরবানি এলে
সারাদিন তোর শোকে সবকিছু ফেলে,
কেঁদে-কেঁদে এই বুকে আলোড়ন তুলি
ভালোবাসা সব গেলি নিমিষেই ভুলি?
নেই তোর বুক-পিঠে ভালোবাসা ধারা
আজ তুই দাঁড়া!

আসলেই সব দোষ এই কপালের,
সম্রাট নাম কেউ রাখে ছাগলের?
তার পর চুমু খাই তিন বেলা তোরে
তবু তুই গুঁতা দিয়ে দূরে যাস সরে!
আশকারা দেওয়াতে পেলি এই ধারা?
আজ তুই দাঁড়া!

রাগ হলে যতো যা-ই বলি আমি তোরে
তোর লাগি এই বুক দিন রাত পোড়ে,
কোন ভালোবাসা এটা মনে-মনে ভাবি
রাত দিন খুঁজে ফিরি লুকায়িত চাবি।
বোকা মতো কী দেখিস, মুখ করে হা?
ভালোবাসা বুঝে যাবি দিলে দু'টো ঘা!
ভালোবাসা দ্বারে যদি দিতে চাস নাড়া
তবে পাশে দাঁড়া।
সম্রাট দাঁড়া...