গতবছর একটি ম্যাসেজ আসলো আমার ফোনে
ম্যাসেজ দেখে আঁতকে উঠি তুমুল আলোড়নে,
একশো টাকার ফ্লেক্সিলডের ম্যাসেজ ছিলো সেটি
তাই তো আমি ভাবতে থাকি কে পাঠালো এটি?
অবশেষে বুঝতে পারি ঘটনা কী পাছে
এই ম্যাসেজে হারানো সেই ছাতির টাকা আছে,
ছোট থেকেই হারানোর জো খুবই আমার ছিলো
যে কারণে আমার বহু ছাতি কেড়ে নিলো।
গতবছর যে ছাতিটা হারিয়েছি আমি
সেটা ছিলো আমার কাছে অনেক বেশি দামি,
কারণ সেটা আমার বন্ধু দিয়েছিলো কিনে
তাই তো আমি হারিয়ে তা কেঁদেছি সেই দিনে।
সেই ছাতিতে লিখেছিলাম,"হারায় যদি এটা
কেউ কখনো পেয়ে যদি মূল্য করো মেটা,
তবে তোমার মনের আশা পূরণ হবে ভাই
তা না হলে একশো দিয়ে কোনো ফায়দা নাই।
এ নাম্বারে ফ্লেক্সিলড দিলে একশো টাকা
তুমি হবে ছাতির মালিক কথা দিলাম পাকা,
টাকা পেলে ছাতির দাবি আমি ছেড়ে দেবো
বিধির থেকে তোমার তরে শান্তি চেয়ে নেবো।"
যেদিন ছাতি হারিয়েছে সেদিন একশো পেলাম
মনে মনে বুদ্ধিটাকে তাই তো দিলাম সেলাম,
এরই ক'দিন পরে আবার একশো টাকা এলো
তখন আমার ভাবনা ধারা হলো এলোমেলো।
বুঝে ফেলি ছাতা আবার নতুন হাতে গেছে
আগের লোকটা আজকে আবার ছাতা হারিয়েছে,
তখন থেকেই মাঝেমাঝে টাকা আসে ফোনে
টাকা এলেই মনটা আমার নাচে আলোড়নে।
সকল সময় এখন আমি বলি মনে মনে
ছাতা যেনো প্রতিদিনই হারায় জনে জনে,
আরো ভাবছি এই উপায়ে কিছু ছাতা কিনে
নতুন পেশা তৈরী করবো অল্প কিছু দিনে।