সেকি হাউমাউ!
গেট খুলে দাও,
কেন ওটা লক রাখো
আসলে কী চাও?
হাঁসগুলো খেলা করে কুকুরের সাথে,
বিনা ফুলে জানো ওরা কতো মালা গাঁথে?
গেট যদি লক থাকে
দেখা যায় ছোট ফাঁকে?
পায়ে পড়ি ফাঁকটাকে বড়ো করে দাও।
বললে কী!
আমি শুধু করি হাউমাউ?
ঐ...দিকে মিউ ডাকে
বিড়ালের ছানা,
আমি যদি বলি সেটা
তুমি বলো তা-না!
মিছে কথা বলে তুমি
লাভ পাও কিছু?
শুধু-শুধু কেন লাগো
অবলার পিছু?
কতটুকু ভাত খায়
মোরগের ছানা?
তবু তুমি কেন তার বেঁধে রাখো ডানা!
মোরগের খেলা দেখে জানো কতো মজা?
সেদিনো তো এনেছিলে মেলা থেকে গজা
কই? তাতে,
ততো সুখ পাই নি তো আমি
ওর থেকে মোরগের খেলা ঢের দামি।
মাচালিতে এসে কতো ফড়িংয়ের দল,
নেচে-নেচে সারাবেলা হয় অবতল।
তাতে কতো ভালো লাগে
তুমি ওতো আগে-আগে,
সেগুলোর দেখা পেলে খুশি হতে ঢের
দাও নাগো লক গেট খুলে তুমি ফের।
কাঁঠালের ডালে-ডালে উড়ে টুনটুনি
কতো গান গেয়ে যায় কান পেতে শুনি,
চোখ মেলে দেখবার খুব আশা জাগে
ফেটে যায় অন্তর সেই অনুরাগে।
শিশু তাই চেয়ে থাকি
তোমাকেই শুধু ডাকি,
দাও না গো খুলে বাবা লক গেটটাকে-
কতটুকু দেখা যায় ঐ...ছোট ফাঁকে?