যে সিংহ আজীবন আলো দেয় আকাশে
সে প্রায়ই আকাশ থেকে তারার মতো খসে
ইঁদুরের গর্তে গিয়ে পড়ে।
তখন উন্মাদ গানের তালে পাগল হয়ে
তাকে সঙ্গ দেওয়ার জন্য
পাশে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো
উবু হয়ে পরে
ইঁদুরের গর্ত মুখে।
উবু হয়ে পরে তালগাছগুলোর সেকি আনন্দ
খুঁটিয়ে খুঁটিয়ে মরা তালগাছগুলো
ইঁদুরের পরিত্যক্ত মাটি দেখে দেখে
লেজ নাড়ে
আর এভাবেই শেষ হয় ধান কাটা।