আমি যেন থাকি বোকা
যেমনটা ছোট খোকা
এই হাসে এই কেঁদে যায়!
নিজে হাতে খায় মল
নেই যার কোন ছল
সাপটাও ধরতে যে ধায়!
গাধা কি'বা বিদ্বানে
সব যেন এক মানে
যার কাছে নেই ভেদাভেদ,
কতো এলো কতো গেলো
দিন শেষে কতো পেলো
এসবেও নেই যার খেদ।
যদি বলো কেন এটা?
তবে শোন বলি সেটা
চিনে গেছি বহু জ্ঞানীজন,
বুকে নিয়ে অহমিকা
আঁকে শুধু মরীচিকা
বোকাদের ভেঙে দেয় মন।
আমি আজ বোকা দলে
চোখ তাই ভাসে জলে
তবু ভাবি এটা কিছু নয়,
হতে চাই শিশু বোকা
তাতে নেই কোন ধোকা
অবুঝের কীসে এতো ভয়?
শুধু-শুধু জ্ঞান পিছে
ঘোরাঘুরি মিছে-মিছে
তাই হলো মন পুড়ে ছাই!
সেই বেদনায় আমি
বিরহের দাহে নামি
অধরিক বোকা হতে চাই!