আর কতটুকু যাতনার পরে প্রভু
ঘুচাবে আমার অতীন্দ্রিয়ের নীল?
তুমি কি জানো না সাজাতে পূজার ডালা
স্বভাবে যে আমি সদাই শঙ্খচিল।
বসন্তে তবু শীতের কুয়াশা এনে
বলো কেন মনে এঁকে দাও ব্যর্থতা?
দিশাহীন এই মধ্য সাগর থেকে
ভ্রুলেখা কি পাবে নিগূঢ় সার্থকতা?
চেষ্টাতে প্রভু ত্রুটি নেই কোনোরূপ
বেলা শেষে তবু চেয়ে দেখি বৃথা শ্রম!
অবচিত আশা তবু কেন দাও মনে
কবে হবে এর সমুচিত ব্যতিক্রম?
ফোটা কুঁড়ি যদি ডাস্টবিনে পড়ে থাকে
মালির মনে কী হয় না হুলুস্থুল?
আশা ছিল যেটা করবীর মালা হবে
কী করে মানবো ডাস্টবিনে সেই ফুল?