চাঁদটি কি মা হাসছে না?
আমার দিকে আসছে না?
বলো তো মা কেন সে
আমায় ভালো বাসছে না?

পূবে আমি যাই যদি,
পশ্চিমে সে ধায় গদি!
বলো তো মা আসলে
খেতে কি সে চায় দধি?

মিউ খেয়েছে যেইভাবে,
ওর ভাবটাও সেই ভাবে!
আমি তবে খাবো কি?
ওদের দিলে এইভাবে।

দাঁত ছাড়া ও কি করে?
হাসে হি হি, হি করে!
ফোকলা দাঁতে মোর দধি
খেতেই চায় বা কি করে?

তুমি ওকে দাও বলে,
চোখে মরিচ দাও ডলে।
দধির জন্য কেন সে
আসতে গেলো এই গোলে?

বলো ওকে টব দেবো,
বাবার মতো জব দেবো।
ভালো করে বলো মা
বন্ধু হলে সব দেবো।