মৃত্যুর পরে সকলেই খোঁজ করে,
"মৃত এ ব্যক্তি কীভাবে গিয়েছে মারা?"
কিন্তু যে জন এখনও রয়েছে বেঁচে,
কীভাবে সে বাঁচে শোনে কী কখনও তারা?
মৃত এ ব্যক্তি জীবন্ত ছিল যখন,
অনেক স্বজন তখনও নেয়নি খোঁজ!
কিন্তু ওনার মৃত্যু হবার পরে,
নিষ্ফল খোঁজ চলছে যে রোজ রোজ।
পৃথিবীটা যেন আস্ত স্বার্থপর,
প্রয়োজন শেষে সব কিছু দেয় ফেলে।
যেই সূর্যের অপেক্ষা করি শীতে,
গরমে তাকেই তুচ্ছতা দেই ঠেলে।
যাকে ভালোবেসে উজার করেছো সব
যাকে ছাড়া তুমি বোঝ নাই আর কিছু।
যখন কিছুই পারবে না তাকে দিতে,
তখনই দেখবে পৃথিবীটা কতো নিচু!
কষ্ট হলেও মানতেই হয় এটা,
গাছ না থাকলে থাকে না কখনও বন।
যতদিন তুমি থাকবে মূল্যবান,
ঠিক ততদিন তোমাকেই প্রয়োজন।
মূল্য ফুরালে নিষ্ফল জরুরৎ,
আসলও তখন নকল টাকার মতো।
স্বার্থের এই বিপ্রতীপ ধারা দেখে,
মহিষাসুরও হচ্ছে যে বিক্ষত!
নকল টাকায় ভরে গেছে ধরাধাম,
যার সমাধানে সক্রিয় প্রশাসন।
নকল মানুষ তারচে অঢেল বেশি!
এর সমাধানে তবু নেই কারো মন।
আর কতোকাল থাকবো নকল হয়ে?
কতোকাল আর বাইবো নিঠুর তরী?
মানব বিবেক জাগ্রত করে তাই,
নকল গুড়িয়ে এসো না আসল গড়ি।