উঁচু করে শির
মোঃ এনামুল হক

আকাশ হতে আসবে ঘোড়া
টগবগিয়ে পায়,
সুঠাম দেহে ঝরবে ঘাম
ওই ঘোড়ার গায়।

ঘোড়ার পিঠে চড়বে খোকা
বুকে সাহস নিয়ে।
শত্রু ঘায়েল করবে খোকা
তলোয়ার টা দিয়ে,

মায়ের কাছে দোয়া চায়
শির করে নত,
দোয়া দিয়ে দিলো মায়ে
বুকে আছে যতো।

বলে মায়ের ছোট্ট খোকা
তুই তো একটা বীর,
বিজয় নিয়ে আসিস ফিরে
উঁচু করে শির।

মায়ের দোয়া নিয়ে খোকা
যুদ্ধের মাঠে যায়,
হাঁক ছাড়িয়া বলে খোকা
শত্রু যতো আয়।

করবো লড়াই দেশের তরে
আসলে আসুক মরণ ,
আসলে বিপদ তবু থাকবে
দেশের কথা স্মরণ।