পুরনো দিনের কথা
মোঃ এনামুল হক

কোথায় গেল যাত্রাপালা
বেহুলা লক্ষিন্দর,
কোথায় গেল মাঘ মাসের
হাড় কাঁপানো জাড়।

কোথায় গেল উঠোন মাঝে
কিচ্ছা বলার পালা,
কোথায় গেল  কানামাছি
হা ডুডু খেলা।

কোথায় গেল মাঠের মাঝে
ঘুড়ি উড়ানোর মেলা,
কোথায় গেল ছোটবেলার
দল বেঁধে চলা।

কোথায় গেল পৌষ মাসের
খেজুর গাছের হাড়ি,
কোথায় গেল পুতুল বিয়ের
ছোট্ট খুকুর বাড়ি।

অনেক বেশি মনে পরে
পুরনো দিনের কথা,
থাকুক তবে হৃদয় জুড়ে
স্মৃতির মালায় গাঁথা।