অন্যায়ের প্রতিবাদ করি
মোঃ এনামুল হক
জাগ্রত হও হে জনতা
ঘুমিয়ে থেকো না আর,
অন্যায়ের প্রতিবাদ করো
ধরো অন্যায় কারীর ঘাড়।
ছোট্ট পিঁপড়ের সামনে কেউ
নিয়ে যায়না মিষ্টির হাড়ি,
দল বেঁধে পিঁপড়ে গুলো
যায় মিষ্টি ওয়ালার বাড়ি।
একটা পিঁপড়ের গায়ে যদি
কেউ, একটু আঘাত করে,
একজনের আঘাতে অন্যজন
আঘাতকারীকে কামড়ে ধরে।
ছোট্ট পাখি কালো কাকের কথা
একবার দেখো ভেবে,
কাকের একটি ছানা ধরে দেখো
দল বেঁধে ছয় মাস তাড়াবে।
ষাঁড়ের সামনে লাল জামা গায়ে
একবার যদি যাও,
ফসফাঁস করবে সারাক্ষণ
তুমি ভুলে গেলে তাও।
কীটপতঙ্গ, পশু পাখি
যদি লড়াই করতে পারে,
আমরা মানুষ এক হলে
অন্যায়কারী কি করিতে পারে।
ভাবছো তুমি প্রতিবাদ করে
শত্রু হবো কেনো ,
তোমার ঘাড়েও ঠেকাবে অস্ত্র
তুমি কি তা জানো।
অন্যায়ের প্রতিবাদ করি
এসো দাঁড়াও এক দলে,
দেশ যাবে না রসাতলে
তুমি আমি এক হলে।