কবিতা
  অদৃশ্য আগুন
মোঃ এনামুল হক
গুরুদাসপুর/নাটোর

দুঃখের অনুন বুকের ভেতর
জ্বলে মৃদু মৃদু,
জল ঢালিলে নিভে নাকো
জ্বলে উঠে শুধু।

কোথা হতে এমন আগুন
বুকের ভেতর এলো,
শান্তি পাই না কোনমতে
সবই এলোমেলো।

আপন ভেবে যারে আমি
বুকে দিলাম ঠাই,
আমার বুকের আগুনে সে
ঘি ঢালতে চায়।

এই বুকের অদৃশ্য আগুন
নেভানোর কেউ নাই,
যে জন আগুন নিভিয়ে দিবে
তাকে কোথায় পাই।