কবিতা
নিথর দেহ
মোঃ এনামুল হক

বসে বক্ষে রক্ত চক্ষে গলার মাঝে
চালাস যখন ছোরা।
হস্ত ধরে পায়ে পরে অর্ধেক যেনো মরা ,
তবু তোদের হয় না মায়া মনে একটু জাগে না দয়া, গলা কেটে ছোরা পেটে কেমনে মারিস তোরা।
লুটিয়ে পরে ধূলার মাঝে
মরতে দেখি সকাল সাঝেঁ।
বুকে ব্যাথার বিন বাজে কখন আসে
আমার মাঝে,
নয়ন ভাসে পর আপনে আরো কাঁদি সংগোপনে।  
ধরে অস্ত্র  ঠেকিয়ে পেটে করিস গুলি মস্ত সারে। কখন যেন পড়ে রবে নিথর দেহ পথের ধারে ।
ওরে তোর এতো জোর রাত শেষে আসবে ভোর, তখন কি যে হবে তোর।
মনে আমার লাগে দ্বিধা মানুষ জাতি আসলে তোরা?
জাত হিসেবে করলে ভাগ তোদের কভু হবেনা মাফ, পশুর ভাগে পড়বি তোরা  বিষধর সাপ, জাত গোখরা।
সৎ পথে আয় না ভাই, মানুষ খুন নাহি চাই।