মিছে মায়ার খেলা
মোঃ এনামুল হক
ছোট বড় কতো স্বজনের
সাথে পথ চলা,
একের প্রতি অন্যের প্রেম
মিছে মায়ার খেলা।
চাঁদ ভেবে রাখতাম যারে
করে মাথার তাজ,
সেই তাজ ছুড়ে ফেলে
বিদায় নিলো আজ।
বুকের খাতায় মনের রঙ্গে
আঁকতাম যার ছবি,
সেই ছবিটা নষ্ট করে
কষ্ট দিল সবি।
আঁখি পাহাড়ের ঝর্না দিয়ে
গোসল করে যে,
সেও থাকবে না দুনিয়ার তরে
লুকিয়ে পরবে সে।
চোখের দেখা কতো মানুষ
গেলো দুনিয়া ছেড়ে!
যায় চলে কোন সে দূরে
আসে না কো ফিরে।