কবিতা
মোঃ এনামুল হক
গুরুদাসপুর/ নাটোর
মা যদি থাকতো বেঁচে
------------------------
মায়ের চেয়ে আপন কেহ
এই জগতে নাই,
চোখের একটু আড়াল হলে
ছটফট করে মায়
মা যদি থাকতো বেঁচে
রাগ ভাঙাতো মোর,
বুকে জড়িয়ে বলতো মায়ে
রাগ করিস নে ধুর।
ভাবী বোন চাচি খালা
অন্তরে দেননি ঠাঁই,
আপন করে যতোই ভাবি
মায়ের মতো নাই।
ইচ্ছে কোরে সারাটা দিন
না খেয়ে থাকি,
কাছে এসে খাওয়ার কথা
কেউ বলেনা ঢাকি।