কোথায় ছুটে যাই
মোঃ এনামুল হক
নাটোর বাংলাদেশ।
শণে ঘেরা ঘরের বেড়া
ছাওনি ভেননা পাতার,
চাল চুয়ে পরে পানি
আসে যখন আষাঢ়।
আমি বাপু দুঃখী মানুষ
এই ঘরেই ঠাই,
রোদ বৃষ্টি ঘূর্ণিঝড়ে
কোথায় ছুটে যাই?
তোমার আছে দালান কোটা
বড় অট্টালিকা,
শণে ঘেরা আর ভেহনা পাতাই
আমার কপালে লেখা!
বৃষ্টি এলে তুমি বাপু
ঘুমাও অট্টালিকার কোণে,
তখন দেখি সন্তান আমার
রাত্রি প্রহর গনে!।
যদি গো হয় তোমার মনে
একটুখানি মায়া,
দেওনা বাপু কিঞ্চিত আমায়
একটু করো দয়া।