কমলালেবু খাবে খোকা
মোঃ এনামুল হক

কমলা লেবু খাবে খোকা  
তাই ধরেছে বায়না,
কমলা ছাড়া অন্য ফল
খোকাবাবু চায় না।

টসটসে ওই লাল আপেল
দিলাম খোকার সামনে,
আপেল দেখে খোকাবাবু
তাকাই যেনো কেমনে!

আম দিলাম কলা দিলাম
সাথে ডালিম ফল,
এসব দেখে পরতে থাকে
খোকার চোখে জল।

পাশের বাসার ওই ছেলেটা
খাচ্ছে কমলালেবু,
আমায় কেন অন্য ফল
এনে দিচ্ছো শুধু।

মায়ে বলে রাগ করিস নে
তুই অনেক ভালা,
তোর বাবাকে বললে আনবে
কমলালেবুর ডালা।