ঝিঁঝিঁ পোকার ডাক
মোঃ এনামুল হক
ঝিঁঝিঁ পোকার ডাক
শুনে খুকু অবাক,
দেখবে খুকু নিজের চোখে
ঝিঁঝিঁ পোকার ঝাক।
কোথা থেকে এলো পোকা
খুকু সুধায় মাকে,
আঁধার রাতে কেমনে দেখে
গন্ধ কি পায় নাকে?
থেমে থেমে ডাকে পোকা
যেন সানাইয়ের সুর!
মাকে বলে এবার থামাও
ভালো লাগে না ধুর।
মায়ে বলে থেমে যাবে
সময় একটু নিয়ে,
জ্বালিয়ে দাও সন্ধ্যা প্রদীপ
ঝিঁঝিঁ পোকার বিয়ে।