কবিতা
গাড়িখানা
মোঃ এনামুল হক
জীবন নামের রেলগাড়িটা
চিরস্থায়ী নয়,
দুনিয়া নামের স্টেশনে
ক্ষণিক থেমে রয়।
ওপার থেকে চালায় গাড়ি
ছাড়তে নাহি চায়,
হঠাৎ করে ছাড়ে গাড়ি
ফেরৎ আসার নয়।
গাড়ির মালিক পাঠায় গাড়ি
তেল মবিল নিজের,
গাড়িখানা বিকল হলে
নয়তো কোন কাজের।
পুরান নাকি নতুন গাড়ি
মালিক নাহি দেখে,
ইচ্ছে হলেই টেনে নিয়ে
ওই মালিকে রাখে।
গাড়ির ইঞ্জিন ভালো থাকলে
রাখবে মালিক কাছে,
নয়তো গাড়ি ফেলে রাখবে
ঐ আগুনের কাছে।