এক কথা তিন বার
মোঃ এনামুল হক


এক কথা তিন বার বলেছিলে তুমি
সেই কথা তিন বার বলেছিলাম আমি।
তিন বার বলার পরে সঙ্গী তুমি হলে,  
এক ঘরে জীবনযাপন তুমি আমি মিলে
তোমার প্রেমে আকুল হয়ে হই যে দিশেহারা।
তোমার প্রেমে হারিয়ে যাই কোন সে পাগলপারা,
তোমার চুলের মিষ্টি গন্ধ কামুক হয়ে ডাকে।
তোমার চুলের মিষ্টি গন্ধে আমার গরম শ্বাস নাকে,
তোমার ডান বাম ঘাড়ে থুতনি রাখা আদর,
এমন করে জড়ালে বাহুতে যেমন জড়ায় চাদর।
আমার এই আদরে ছিলো তোমার অসুস্থতার ভান,
তবু আদর চেয়েছো তুমি হওনি তো অজ্ঞান।
আমার তোমার তিন কথাতে দুজনে হয়েছি শাইন পাখি,
সেই পাখি বন্দি করে রাখে মোদের ভালোবাসার আঁখি।