কবিতা
এই চৈত্র মাসে
মোঃ এনামুল হক
মগজ গলানো উত্তাপ সূর্য
এই চৈত্র মাসে,
মাথার উপর সূর্য এসে
চোখ রাঙিয়ে বসে।
নীল আকাশের খাঁখাঁ রৌদ্র
তেরে আসে ঐ,
সোনার অঙ্গ পুড়ে ছাই
জ্বালাতনে রই
এদিক সেদিক ছোটাছুটি
চৈত্রের ভ্যাপসা গরমে,
বৃষ্টি তোমায় খুঁজে ফিরি
মেঘের গর্জন শরমে।
কখন এসে শীতল করবে
জ্বলন্ত এই শরীরে,
এক পশলা বৃষ্টি নিয়ে
এসো চৈত্রের দুপুরে।