বিদ্যা ছাড়া
মোঃ এনামুল হক
শহর নগর গ্রাম জুড়ে
ফুল ফুটেছে সদ্য,
নানান ফুলের হরেক রঙ্গে
শাপলা আর পদ্ম।
ঘরে ঘরে ফুল ফুটেছে
শিমুল,পলাশের দ্বন্দ্ব,
নিজে নিজে বড়াই করে
মিষ্টি তাদের গন্ধ।
মানব রূপে বসে আছে
ওই যে শিক্ষা গুরু,
ফুল তৈরীর কারখানা সে
সেথায় করে শুরু।
আয় রে খোকা আয় রে খুকি
ফুল তুলিতে যাই,
বিদ্যা ছাড়া মানব ফুলের
কোন সুবাস নাই।