কবিতা
বাউল
মোঃ এনামুল হক
নদীর তীরে চলে বাউল
অচিন তার পথ,
কোথায় যাবে কোন সে দূরে
জানেনা তার রথ।
আউলা কেশে বাউল বেশে
বাউলের ঐ চলা,
সংসার ত্যাগী হলো তাই
সকালেই সন্ধ্যা বেলা!
উদাস মনে গলা ছেড়ে
বাউল ধরে গান,
দেহতত্ত্বের গান শুনে
জুড়িয়ে যায় প্রাণ।
নদীর তীরে মুক্ত হাওয়ায়
বাউল মনে কাঁদি,
মনে বড় ইচ্ছে জাগে
ঈশ্বর প্রেমে বাঁধি।
সাধক পেলে সঙ্গী হবো
সারা জীবনের তরে,
বাঁধন ছাড়া ঘুরবো মোরা
একতারাটা ধরে।