কবিতা
আমি যে মেয়ে মানুষ
মোঃ এনামুল হক
তুমি পুরুষ মানুষ নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস টাইম শেষ করে,
বাসায় আসার পর তোমার হাত-পা
ব্যথা করে, তুমি বলো এই আমার হাত-পা একটু টিপে দাও তো হাত-পা ব্যথা করছে,
হাত-পা ব্যথা তোমারি তো করবে
তুমি যে পুরুষ মানুষ।
আর আমি সেই সকালে উঠে তোমাদের জন্য নাস্তা তৈরি করি,
আর নাস্তা তৈরি করতে একটু দেরি হলে রাগ করে ধমক দিয়ে বলো এখনো নাস্তা রেডি হয়নি,
রাগ করা তো তোমারি সাজে আসলে
তুমি যে পুরুষ মানুষ।
আমি বাচ্চাকে স্কুলে নেওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা স্কুলের সামনে বসে থাকি, বাচ্চার ইস্কুল ছুটি হওয়ার পরে বাচ্চার হাত ধরে পায়ে হেঁটে বাসায় নিয়ে আসি,
আমার না তাতে হাত-পা পা ব্যথা করে না
কারণ আমি মেয়ে মানুষ।
সাতসকালে ঘুম থেকে উঠে তোমাদের জন্য নাস্তা বানানো তোমাদের চা খাওয়ানো, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা স্কুল থেকে আনার পর তোমার ময়লা প্যান্ট শার্ট ধুয়ে দেওয়া সেগুলো শুকাতে দেওয়া আবার দুপুরের জন্য খাবার তৈরি করা এসবের জন্য না ,আমার কষ্ট হয়না
কারণ আমি যে মেয়ে মানুষ
সন্ধ্যার পরে তোমার বাচ্চাকে তুমি একটু পড়াতে বসলে আর বাচ্চা যদি একটু ভুল করে, তাহলে চিৎকার-চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলো,
চিৎকার-চেঁচামেচি তুমিই তো করবে
কারণ তুমি যে পুরুষ মানুষ।
রাতে ঘুমানোর সময় মশারি টাঙ্গাতে একটু দেরি হলে তোমাকে যদি একটা মশা, কামড়ায় তোমার ঘুমের ডিস্টাপ হয়
হা মশারিটা ঠিকমতো টাঙ্গাতে পারোনা
সারাদিন কি করো,
ঘুমের ডিস্টার্ব মনে করা তোমারিতো সাজে কারন তুমি যে পুরুষ মানুষ।
আমাদের বিয়ের পরেও তুমি তোমার বাবা-মা-ভাই-বোনের সাথে একান্নবর্তী পরিবার থাকো, তোমার মা-বাবা দু"এক দিনের জন্য কোথায় বেড়াতে গেলে খুব কষ্ট নিয়ে বল, ইস আজ কতো দিন হয় বাবা-মাকে দেখিনা,
তুমি তো কোনো কষ্ট অনুভব করতে পারো
কারন তুমি যে পুরুষ মানুষ।
আর আমি সেই বিয়ের পর থেকে মা-বাবা ভাই-বোন আত্মীয়-স্বজন ছেড়ে এসে তোমার বাড়িতে একা একা পড়ে থাকি,
আমার না মনে এতো টুকু কষ্ট হয় না
কারণ আমি যে মেয়ে মানুষ।
মাস শেষে বেতন তুলে তোমার মায়ের জন্য ফলমূল ভালো খাবার কিনে মায়ের হাতে তুলে দাও, কিন্তু বাবাকে দিতে না পারলে তার জন্য তোমার অনেক আফসোস
আফসোস হওয়াটাই স্বাভাবিক
কারণ তুমি যে পুরুষ মানুষ।
মাসের পর মাস আমার মা অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে তার জন্য না এতো টুকু ওষুধ কিনে দিতে পারেনি, সে জন্য আমার মনে কোন কষ্ট হয়না
কারন আমি যে মেয়ে মানুষ।
হায়রে আমি মেয়ে মানুষ সকালের ঘুম হারাম করি,
সারাদিন এত পরিশ্রম করে হাত পায়ের মধ্যে কিট কিট করে কামড়ায় তবুও বলতে পারি না
কারণ আমি যে মেয়ে মানুষ।
আত্মীয়স্বজনকে বছরের পর বছর ভুলে থাকি
মা-বাবাকে ঔষধ কিনে দিতে পারিনা
তবু আমার মনে কোন কষ্ট হয়না
কারণ আমি যে মেয়ে মানুষ।