আমার খোকা তুই
মোঃ এনামুল হক
আমার খোকা তুই, একটি কথা শোন,
সদা সত্য বলবি কথা, করবি এমন পণ।
অন্যায় দেখে কখনো তুই , করিস নে মাথা নত,
তোর নত তে প্রশ্রয় পেয়ে, বাড়বে অন্যায় শত।
দেখলে অন্যের ভালো কাজ, বাহবা তুই দিবি,
তোর ভালোতে অন্য লোকের বাহবা তুই পাবি।
কামার, কুমার, চাষা দেখে করিস নে অবহেলা,
মাস্তান সন্ত্রাস চাঁদাবাজ দেখে, পালাস নে অবেলা।
তুই যদি রুখে দাড়াস, দাঁড়াবে আরো দশ জন,
দশ জনের তুই একজন হবি, আমার কথা শোন।
তুই তো খোকা বড় হবি, করবি ভালো কাজ,
দেশের জন্য করবি কাজ, সেই রংগে সাজ।
আসুক না তোর শত বিপদ, এই কথাটিই জেনে,
বিপদ দেখে তুই খোকা, দাঁড়িয়ে থাকিস নে।
অন্যের বিপদে তোর দুই হাত, বাড়িয়ে তুই দে,
অন্যায়কারী মুখোশ খুলবি, তুই কলম হাতে নে।
খুলে দিবি আলোর দুয়ার দেখবি আলোর মুখ,
বেলা শেষে ভালো কাজে পাবি অনেক সুখ।