১.শীতের কাল
এসে পড়েছে হবে
নানান পিঠা,
২.চুলার কাছে
বসে সবাই খাবে
মজার পিঠা,
৩.পিঠার উৎস
গাঁও গেরামে যায়
যে বেশি দেখা,
৪.চালের গুঁড়ি
খেজুর গুড়ে হয়
নানান পিঠা,
৫.শীতের সেই
পিঠা খাওয়া লাগে
দারুণ মিঠা
৬.সকাল বেলা
নাস্তা খেতে বানান
নানান পিঠা