সাম্যের কবি নজরুল তুমি অগ্নিবীণা কাব্য,
নজরুল তুমি বিষের বাঁশি অগ্নি কোলাহল।
বিদ্রোহী তুমি, প্রেমের কবি, তুমি শ্রেষ্ট মানব,
তুমি অগ্নিবীণা আর বিষের বাঁশি, তুমিই সর্বহারা।
তুমি কুলি মজুর আর অন্যায়ের মহাপুরুষ,
তুমি বসন্তের কোকিল কণ্ঠে গাওয়া বিদ্রোহী মধুর সুর।
তুমি চঞ্চল, তুমি মহামারী, তুমি অগ্নে কোলাহল,
তোমার কণ্ঠে গর্জে ওঠে অন্যায়ের বিজলী।
তুমি কুহু কেকা, তুমি ভাঙ্গার গান আর চিত্তনামা,
তুমি ছায়ানত, তুমি সাম্যবাদী আর লতা ঝিঙে ফুল।
তুমি সিন্ধু হিন্দোল, চক্রবাক আর গগন নতুন চাঁদ,
তুমি মরু ভাস্কর, দোলন চাঁপা আর পুবের হাওয়া।
তুমি ফণি মনসা, জিঞ্জীর আর বিশ্ব মায়ের সঞ্চিতা,
তুমি বিকেলে সন্ধ্যা, নির্ঝন আর প্রলয় শিখা।
তুমি সঞ্চয়ন আর উত্তর দখিনে ভেসে আসা কালবৈশাখী ঝড়,
তুমি ধুমকেতু, ফাল্গুনী আর দারিদ্র্যের বাসন্তী।