গাঁয়ের পথের গাছে গাছে ধরেছে আমের মুকুল,
তাদের সাথে কথা বলতে এলো জোড়া বুলবুল।
বসন্ত কালকে বলা হয় ছয় ঋতুর রাজা,
বসন্তকালে ফুল গুলো থাকে তাজা।
ফুল, ফলে, পাখির ডাকে ভাঙ্গে গাঁয়ের মানুষের ঘুম,
রাত্রি বেলা ঝি ঝি ডাকে রাত্রি থাকে নিঝুম।
মেঘমালারা ভেসে বেড়ায় নির্জন দুপুর,
বসন্তকারে বাসন্তী পড়ে পায়ে নুপুর।