শীতকাল মাসে,
শিশির ভেজা ঘাসে,
সোনালী রোদ হাসে।
শরৎকাল মাসে,
নদীর জল ভাসে,
শরৎ রানী হাসে।
গ্রীষ্মকাল মাসে,
আমের গাছে গাছে,
মৌমাছিরা হাসে।
হেমন্তকাল মাসে,
সাদা বক আসে,
খেজুরের রসে ভাসে।
বসন্তকাল মাসে,
কোকিল ডাকে গাছে,
দখিনা বাতাসে।
বর্ষাকাল মাসে,
জলে তরী ভাসে,
পূবালী বাতাসে।