পানি লাগবে পানি,
হাজার লোকের ভীড়ে শুধু এই কথাটি শুনি,
এত সুন্দর মধুর ডাক কে বলছে বাণী ?
পানি লাগবে পানি,
এই গরমে হাহাকার, শুনি হঠাৎ মুখের বাণী,
পানি লাগবে পানি,
চারদিকে হই হুল্লোড়, কারোর যেন না হয় কষ্ট,
পানির তরে কারোর যেন জীবন না হয় নষ্ট।
হঠাৎ ভেসে আসলো ধ্বনি,
পানি লাগবে পানি।
পানি লাগবে বলে মুগ্ধের জীবন করলো দান,
হাজার লোকের ভীড়ের মাঝে রাখলো বাংলার মান।
হঠাৎ মিছিলে উঠলো ধ্বনি,
পানি লাগবে পানি।
রাজপথে আবার উঠলো বাণী,
পানি লাগবে পানি।