ওহে হে নারী এখনো আছো ধরে,
সেই আদি যুগে পরে।
আসতে পারোনি ফিরে,
সেই দাসত্বে পরে,
করছো জীবন বিলিন।
আসতে হবে, ভাঙতে হবে
করতে হবে ধ্বংস,
আছে যতো ও-ই দাসত্বের বংশ।
তব তুমি পাবে পার,
মুক্ত গগন হবে তোমার।
কে বানালো দাসী তোমায়,
কে করিল বন্ধী,
সেই আদি কাল ধরে আছো তুমি
করো নাতো সন্ধি।
পুরুষ সব পাষাণ হীন,
তোমার জীবন কেন সংক্ষিণ,
বলতে কি তা পারো,
ওহে নারী সেই আদি যুগে আছো।
নারী তুমি মায়ের জাতি,
কে বানালো দাসী,
সেই যুগ আজ দূর
হয়েছে আজ বাসী।
সেই যুগ দূর করে দাও,
দূর করে দাও দাসী,
সারা বিশ্বে যেন বাজে আজ
মুক্ত সুরের বাঁশি।
সেই যুগ তো হবে দূর
যেদিন নারী পাবে না ভয়,
সেই আঁধার কেটে যাবে
যেদিন ধরনী গাইবে নারীর জয়।