পাখির মতো ডানা হলে
যেতাম উড়ে বাড়ি,
না ফেরার দেশে নানা
দিয়েছে আকাশ পাড়ি।
নানার হাতটা ধরে কত
হেঁটেছি হাজার পথ,
সর্বদা সংসারে সবার সাথে
করেছে হাজর মত।
হাটে গেলে সাথে নিতো
বলতো হাতটা ধর,
নানাকে বলতাম বড় হলে
বাঁধবো অট্টালিকা ঘর।
নানার মতো ভালো মানুষ
পাওয়া জগৎ ভার,
আজ ভুবন ছেড়ে নানা
আমার দিয়েছে পরপার।