যদি কাল যাই গো মরে,
শূন্য কায়া রবে পরে,
খুলবে না নয়ন আলো, ও ও ও
এই জগতের চেয়ে বন্ধু কোনো জগৎ ভালো।।
মসজিদের মিনারে,
মৃত্যুর খবর পেয়ে,
আসবে দলে দলে দেখতে, আমার শেষ দেখা,
রয়ে যাবো শূন্য আমি একা,
নয়নের জলে,
ভেসে উঠবে সকলে।
হামাগুড়ি দিবে আমার লাশের উপর,
কাটুলা নিয়ে চারজন মিলে দিবে গো কবর।।
বরই পাতার জলে,
কুসুম গরম জলে,
শেষ গোসল দিবে,
সাদা কাপড় পড়ে কাপন দাফন হবে।।