শোনরে শোন ওরে মাটি
করবি না বেয়াদবি,
আমারি আত্মীয়দের সনে,
শুয়ে আছে তারা যেখানে।
যেভাবে করছে লালন,
করবি সেভাবে আচরণ।
আমারি আত্মীয়দের সনে
শুয়ে আছে তারা যেখানে।
যবে কভু না শুনি,
তাদেরও মুখের বাণী।
করেছিস বেয়াদবি
সাত আকাশ সাত জমিন
যদি করি বিক্রি
হবে না তাদের সমান,
এটাই দুনিয়া আর প্রমাণ।