কোকিল ডাকছে মধুর গান বসন্তরই কালে,
কোকিল সুরে ডাকছে গান নাচছে তালে তালে।
গাছের পাতা ঝরছে যেন কোকিল মধুর ডাকে,
গানের সুরে মুগ্ধ সবে ঘুম ভাঙ্গে ভোরে আগে।
আমের মুকুলে গন্ধে ছড়াছড়ি করছে মৌমাছি,
তাইতো সবে এই ঋতুকে প্রাণে ভালোবাসি।
বসন্তরই মধুর ডাকে বইছে মৃদু হাওয়া,
তাইতো মোরা এই বসন্তকে সদা কাছে পাওয়া।