আমার মাঝে কোকিল কেন
করছে ডাকাডাকি,
বসন্ত নেই ফুল নেই
মেলে দুটি আঁখি।
বসন্তের এই ফুল ফুটেছে
বসন্তের বাগানে,
বসন্তের সুর বেজে ওঠে
আমার মনে প্রাণে।