রিদ পাথরে খোদাই করে রেখেছি মায়ের নাম,
সেই পাথর আলো ছড়াবে আমার মাতার সুনাম।
হাজার কষ্টের মাঝেও যেন বেঁচে থাকে পাথর,
যেন জগৎ জুড়ে ঘ্রাণ ছড়ায় মা জননীর আতর।
যবে জগৎ জুড়ে উঠবে ভেসে আমার মায়ের নাম,
তবে'ই আমার সফল হবে পরিশ্রমের ঘাম।
রিদ পাথরে লিখে যাচ্ছি তিনি আমার মা,
ইতিহাসের পাতা থেকে মায়ের নামটি তোল না।