যুদ্ধের দামামা বেজে উঠলো,মাগো!
তোমার কত ছেলে মেয়েরা বুক পেতে দিলো
কামানের মুখে,
কত ভাই বোন শহীদ হলো নেই তার হিসেব,
কত জন হয়েছে আহত তাও অজানা,
তোমার বুকে রক্তে লাল আজ শুধু ঢাকার রাজপথ নয়।
সারা বাংলা জুড়ে,
কি গো মা শুনতে তোমার বুক থর থর করে কেঁপে উঠলো।
না মা তোমার বুক কেঁপে উঠলে হবে না।
তোমাকে এই দুর্দিনে আমাদের পাশে থেকে শুধু সাহসের প্রেরনা চাই।
দেখবে মা বিজয় চিনিয়ে আনবো মোরাই।
রাজপথে যখন নেমেছি বিজয় আমাদেরই হবে,
আসুক যত বাঁধা, তুফান, ঝড় আর ঘূর্ণিঝড় মোরা ভয় পাবোনা,
মোরা বীরের জাতি,
মোরা সিংহের মতো গর্জন দিয়ে গগন করি মাটি।
মোরা মরতে শিখেছি, ভয় পেতে নই, মোরা কাপুরুষ নই।
মোরা একটি কদম সামনে রাখলে, সেই কদম কোনো জালিমেরে ভয়ে পেছনে নেই না।