আমায় তোমরা কবর দিও আমার মায়ের পাশে,
মৃত্যুর কালে মায়ের আঁচলে আমার লাশ ভাসে।
সুখ ঠিকানা পাবে তোমরা আমার কবর গাঁয়,
চোখ দুটো তাই ভাসবে জলে দোয়া করিও ভাই।
এবার তোমরা দাও গো বিদায় শেষ হলো বেলা,
মাটি দিতে তোমরা কবুও করো না অবহেলা।
মৃত্যুর খবর শুনে অশ্রু নয়ন ভাসবে জলে,
জানি না সেদিন কাঁদবে নাকি চলে যাব বলে।
মসজিদের ওই মিনার সেদিন উঠবে ধ্বনি ভেসে,
বিদায় বেলা শেষ দেখাটা দেখবে সবাই এসে।