দেশটা আজ নাচের পুতুল-নাচে ক্লান্তি ভুলে
যার হাতে যায় দেশের চাবি সেই নাচিয়ে তুলে,
দেশ ও আমার তাল মিলিয়ে নাচতে নাহি ভুলে
না নেচেই বা করবে টা কি যেতে হবে জেলে!
জ্ঞানী-পণ্ডিত, কবি- সাহিত্যিক, ওরাও নাচের পুতুল
দাদার ভয়ে নাচতে ওরা করছে না তো ভুল,
কাউকে তো আর দেখছিনা সেই প্রতিবাদী নজরুল!
পত্র-মিডিয়ার নাচন দেখে স্তব্ধ সারা দেশ
তাদের কাছে সত্য-মিথ্যার নেই বিন্দু মাত্র লেশ,
এদের কাছে দেশ আজ মাটিতে গড়া কোন পুতুল বিশেষ!
ক্রোধে আমার বিবেক বলছে-বাহ বেশ বেশ,
এই হল আমার সোনার বাংলার হাল অবশেষ!!