জানি আমার দেহ গলে পচে থাকবেনা কোন শাই  
হয়তবা আগুনে পুড়ে হবে ছাই।
আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই।

মানব হৃদয়ে আমি প্রেমের প্রথম পত্র হয়ে বাঁচতে চাই,
হোক না আমার দেহ গলে পচে কিংবা আগুনে পুড়ে ছাই?
আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই।

কোটি বাঙালির প্রাণে আমি মুজিব হয়ে বাঁচতে চাই
বঙ্গসেনার গর্ব হয়ে আমি মেজর জিয়া বেশে বাঁচতে চাই।
হোক না আমার দেহ গলে পচে কিংবা আগুনে পুড়ে ছাই?
আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই,আমি বাঁচতে চাই।

বাংলা মায়ের মুখের বুলিতে রক্ত বিলিয়ে আমি
সালাম, বরকত, রফিক, জব্বার হয়ে বাঁচতে চাই।
শহীদ তিতুর সেই বাঁশের কেল্লা হয়ে আমি বাঁচতে চাই।
হোক না আমার দেহ গলে পচে কিংবা আগুনে পুড়ে ছাই?
আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই।

কবির  কাব্য হয়ে বাঙালির প্রাণে এক নজরুল বেশে বাঁচতে চাই।
নিপীড়িত বাঙালির প্রাণের সাড়া রেসকোর্স হয়ে বাঁচতে চাই।
ঘুমন্ত হৃদয়ে ঈমানী চেতনার লংমার্চ গড়ে  ইতিহাসের চূড়ায়
আহমদ শফী হয়ে বাঁচতে চাই।
হোক না আমার দেহ গলে পচে কিংবা আগুনে পুড়ে ছাই?
আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই।

ইংরেজ বেনিয়ার কম্পিত হৃদয় রেশমি রুমাল হয়ে বাঁচতে চাই।
লাল চামড়াওয়ালা বিলেতি হঠাতে আমি অসহযোগ আন্দোলনের
মহা আত্মা হয়ে বাঁচতে চাই।
হোক না আমার দেহ গলে পচে কিংবা আগুনে পুড়ে ছাই?
আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই।

কৃষ্ণ তিমিরে একলা পথিকের সঙ্গী হয়ে আমি বাঁচতে চাই।
বিশ্ব মানব এক করার ওই তাবলীগ বেশে আমি ইলিয়াস হয়ে বাঁচতে চাই।
মরেও যারা মরে নিয়ে আজও মানব হৃদয়ে চির অমর
আমি তাদের মধ্য হতে একজন হয়ে বাঁচতে চাই।

হোক না আমার দেহ গলে পচে কিংবা আগুনে পুড়ে ছাই?
আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই।।