ক্লান্তি ভুলে অপলক চোখে
আজও, আজও আমি
চেয়ে আছি সেই পথে!
যে পথে তুমি চলেছিলে,
বার বার পিছু পানে
তাকিয়ে তাকিয়ে।
তোমার যাবার ওই পথে তে!
ব্যথা ভরা মন আজ ঘর বেঁধেছে,
আসবে ফিরে তুমি এই আসাতে
অশ্রুসিক্ত চোখ আজও,
আজও পথোচেয়ে আছে!
যে পথে তুমি চলেছিলে,
বার বার পিছু পানে তাকিয়ে তাকিয়ে।
৭ অগ্রহায়ণ ১৪২৩
ইমান্দিপুর সাভার ঢাকা