মনে মনে জপি যাকে
সেকি মোরে নাহি জপে,
যাকে ভেবে রাত কেটে যায়
সেকি রাতের প্রহর গনে?
এমনি ভাবে রাত কেটে যায়
হলো ভোরের শুরু,
রাতের শেষে ভোর টুকু
যেন তাকে নিয়েই শুরু!
দিনের বেলায় কাজের ফাঁকে
তবুও তাকে ভাবতেই হবে,
কখনো আবার কাজের মাঝে
কিছু একটা হবেই হবে!
মাঝে মাঝে নিরবে বসে
আকাশ পানে চেয়ে,
ভাসাই দুচোখ অশ্রুজলে
তবুও ভাল লাগে।
বাস্তবে না হোক-ভাবনাতে
সে মোর কাছে থাকে!!