প্রিয় কবি কবীর হুমায়ূনের(ভালোবাসার জ্যামিতি)কবিতায়
মন্তব্য করতে গিয়ে আমার এই কবিতার সৃষ্টি।
প্রিয় কবিকে উৎসর্গ করে আমার এই ভালোবাসার বৃত্ত।
_________________________

ভালোবাসার বৃত্ত এঁকেছিলাম
বড়ই  যতন করে,
ভালোই চলছিল আনন্দময়
সব দিনগুলো,
দুঃখ ব্যথা সব ভুলে।

অতঃপর নেমে এলো ঝড়,
মুক্তি নিল ভালোবাসা,
উপহার দিল বিচ্ছেদের
জ্বালাময়ী সব যন্ত্রণা।

৩ ফাল্গুন ১৪২৩
ইমান্দিপুর সাভার ঢাকা